নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থী আবিদ হোসেন রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে সুমনকে আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে। তিনি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ পাড়াতলী ইউনিয়নে উভয়পক্ষের গণসংযোগ ছিল। গণসংযোগকালে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার সন্ধ্যায় রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে সুমনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিক।
অভিযোগের বিষয়ে জানতে সুমনের প্রতিপক্ষ প্রার্থী আবিদ হোসেন রুবেলের ব্যবহৃত ০১৬০১৬৫৫১.. এবং ০১৮৬৬৫৫২২.. নম্বর দুটিতে বারবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আফসারুল আলমের সাংবাদিকদের বলেন,পাড়াতলী ইউনিয়নে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া ও আবিদ হোসেন রুবেল গণসংযোগ করতে গেলে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সুমন মিয়া গুরুতর আহন হন। পরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।