পাবনার সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামে এক শিশুকে (১৫) গণধর্ষণ করা হয়েছে। ঘটনার পর ওই কিশোরীর নানী বাদী হয়ে পাবনার সুজানগর থানায় পাঁচ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ধর্ষতাকে শিশুকে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে বাড়ির বাথরুমে যাচ্ছিলেন ওই কিশোরী। এ সময় সুযোগ বুঝে ওই এলাকার বখাটে বারেক তার সহযোগীদের সাথে নিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় পাশের নির্মানাধীন একটি ফ্ল্যাটে। সেখানে তাকে গণধর্ষন করে বখাটেরা। এ সময় ওই কিশোরীর চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানী বাদী হয়ে সুজানগর থানায় ৫ জনের নামে মামলা দায়ের করেছে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, শুক্রবার রাতে এই ধর্ষণের ঘটনার পর রাতেই ভুক্তভোগীর নানী থানায় এসে লিখিত অভিযোগ করে। ঘটনার সাথে জড়িতদরে গ্রেফতারের পুলিশী অভিযান চলছে।