সীমান্ত দিয়ে মাদক পাচারকারী এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোশাকসহ আটক করেছে র‌্যাব-৫-এর সদস্যরা। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাসকাটাদীঘির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওই ব্যক্তি মাদক চোরাচালানের সময় বিএসএফের পোশাক পরে সীমান্ত এলাকায় যেতেন। অভিনব এই কৌশলের কারণে বিএসএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে চিনতে পারতেন না।

আটক ওই মাদক কারবারির নাম মো. রেন্টু (৪০)। তার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকায়। আগে তার বাড়ি ছিল ভারতীয় সীমান্ত সংলগ্ন দুর্গম চর চরখিদিরপুরে। গতকাল আটকের সময় রেন্টুর বাড়ি থেকে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও বিএসএফের এক সেট পোশাক জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, রেন্টু একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘ দিন ধরে বালুর ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করেন। আর কৌশল হিসেবে বিএসএফের পোশাক পরেই চোরাচালানের জন্য সীমান্তে যেতেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, এতে বিজিবি কিংবা বিএসএফের কেউ তাকে দূর থেকে সহজে চিনতে পারতেন না। আটকের পর জিজ্ঞাসাবাদে রেন্টু এসব কথা জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে কাটাখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে মামলাও দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।