মোস্তফা কাদের, বরগুনা: শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে রবিবার বরগুনায় পালিত হয়েছে বিশ্ব মা দিবস।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহায়তায় ১০টায় জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পালের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোস্তফা কাদের ও স্বেচ্ছাসেবী সংগঠন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বউমা আদর্শ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশেষ ফাতেমা কাকুলি, বুড়িরচর এজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভিন ছবি ও নারীনেত্রী নিগাত সুলতানা আজাদ। বক্তারা মা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে সকল মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকলকে মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও এবং বিশেষ যত্নের আহ্বান জানান।
আলোচনা সভায় মহিলা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।