৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বুধবার গাজীপুর জেলার গাজীপুর সদর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এনির্বাচনে চেয়ারম্যান পদে ওই তিন উপজেলার দু’টিতে আওয়ামী লীগ নেতা এবং একটিতে সদ্য বহিস্কৃত জেলা বিএনপি নেতা জয়লাভ করেন। ভোট গ্রহণ ও গণণা শেষে রাত সাড়ে নয়টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৮ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট রীনা পারভীন আনারস প্রতিকে পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন (টিউবওয়েল) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ১২০ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি নাজমুল আলম জুয়েল (উড়োজাহাজ) পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাছিনা সরকার (ফুটবল)। তিনি পেয়েছেন ১৯ হাজার ৬২৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি মৌসুমী রেজা বৃষ্টি (কলস) পেয়েছেন ১৬ হাজার ৭৬৪ ভোট।

এদিকে জেলার কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানত হোসেন খান (মোটরসাইকেল) বেসরকারিভাবে পুনঃরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ সেলিম (আনারস) পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট। এ উপজেলায় অপর প্রার্থী মোঃ হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ১৩ হাজার ৬শ’ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাফিজুল হক চৌধুরী আইয়ুব (টিয়া পাখি)। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৩৩ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি ইমান উল্লা শেখ ইমু (তালা) পেয়েছেন ২০ হাজার ১০১ ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা নাছরিন শিখা (ফুটবল)। তিনি পেয়েছেন ৬৫ হাজার ২৫ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি রওশান আরা সরকার (কলস) পেয়েছেন ১৯ হাজার ৭শ’ ভোট।

অপরদিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফী মেহেদী হাসান (দোয়াত কলম) পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট। এ উপজেলায় অপর প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ১৩ হাজার ৬শ’ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (টিয়া পাখি)। তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৫৯ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা (তালা) পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জুয়েনা আহমেদ (হাঁস)। তিনি পেয়েছেন ৪৮ হাজার ১৪৪ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বি শর্মিলী দাস (কলস) পেয়েছেন ৩০ হাজার ৫২০ ভোট।

উল্লেখ্য, জেলার অপর দুই উপজেলার শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে ৩১ মে অনুষ্ঠিত হবে।