৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার গাজীপুরে দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল তুলনা মুলক কম। এদিন দু’টি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছে। এছাড়াও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীর কর্মীকে দু’দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত ওই যুবকের নাম- মো. শোয়াইব (২১)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো: সাত্তার ফকিরের ছেলে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু বলেন, বুধবার দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর কেন্দ্রে প্রতিপক্ষের কর্মী সমর্থকদের হুমকী ও ভয়ভীতি দেখানোর অপরাধে মো. শোয়াইব নামের এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধিমালা লঙ্ঘনের অপরাধে তাকে দু’দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া সাবাব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর ও জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারগানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আশরাফি মেহেদী হাসান (দোয়াত কলম) ও মোহাম্মদ আমজাদ হোসেন স্বপনের (মোটর সাইকেল) কর্মী সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘচে। এতে দোয়াতকলমের কর্মী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ, হানিফ ও শাহনাজ আহত হয়। অপর দিকে আমজাদ হোসেনের (মোটর সাইকেল) কর্মী সমর্থকদের দাবী দোয়াতকলম প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় তাদের ৫ কর্মী আলমগীর, মোখলেছ, রবমিয়া, জুয়েল ও শৈলেন কুমার দাস আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নি।
প্রসঙ্গতঃ গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে বুধবার প্রথম ধাপে গাজীপুর সদর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশিষ্ট শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।