নিজস্ব সংবাদদাতা, বরগুনা: বরগুনা পৌরসভাধীন নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে নাগরিক সভা মঙ্গলবার বরগুনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় অনুষ্ঠিত নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার সম্মানিত মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।
মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সভায় বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, দৈনিক দীপাঞ্চল এর সম্পাদক মোশাররফ হোসেন, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কাশপিয়া দেবনাথ, বিথী হাওলাদার পূজা প্রমুখ।
নাগরিক সভা সঞ্চালনায় ছিলেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু। সভায় বক্তাগণ বরগুনা পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি বরগুনা পৌরসভার মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ উপস্থিত নাগরিক সমাবেশে বেশ কিছু সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।