গাজার খান ইউনিসে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বিমান হামলায় ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় শহরটির বেশ কয়েকটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়।

জানা যায়, হামলার আগে স্থানীয় অধিবাসীদের কোনরকম সতর্ক করেনি আইডিএফ। ফলে এমন হতাহতের ঘটনা ঘটে। খবর আল তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল । জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসনের বিরুদ্ধে ওই হামলা চালায় হামাস। অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করে ইসরায়েল। একইসঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। পরে গাজায় স্থল অভিযানও শুরু করে ইসরায়েল। এ ঘটনার জেরে পশ্চিম তীরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।