ঈদযাত্রায় মানুষের যাতে কোনো ভোগান্তি না হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ‘ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না। ’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘প্রশাসন টিকিট কালোবাজারি রোধে মাঠে রয়েছে। সাধারণ মানুষও বুঝতে পারেন টিকিট কালোবাজারি। কারণ ৫শ টাকার টিকিট যখন ৭, ৮ ও হাজার টাকায় বিক্রি হয়, তখন বুঝতে পারেন এ টিকিট কালোবাজারি। এ কারণে সবাইকে সচেতন হতে হবে। ’
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম পরে জেলা প্রশাসন আয়োজিত জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তৃতা করেন।