রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। যানজটের কারণে তারা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’ এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।