কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি কারণ বর্তমান সরকার বেশিদিন টিকবে না।

বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সব এক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ে নির্বাচন পর্যবেক্ষকদের পাঁচটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও সিইসি এখনো দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পূর্বাভাস দিয়ে ইমরান খান দাবি করেন, নতুন সরকার পাঁচ থেকে ছয় মাসের বেশি টিকবে না। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন বেলআউট প্যাকেজ স্বাক্ষরের পরে মুদ্রাস্ফীতির নতুন ঢেউ পাকিস্তানে আঘাত করবে।

এ সময় ইমরান জানান, আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় পিটিআইয়ের আসন্ন জনসভায় নির্বাচনে কারচুপির শিকার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে তার দল।