নওগাঁর মহাদেবপুরে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা। এ প্রচার প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন তৃতীয় লিঙ্গের মোছাঃ মিলন ওরফে কাজলী। তিনি এবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে সকাল থেকে সন্ধ্যা অবধি চষে বেড়াচ্ছেন উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে। প্রচার প্রচারণায় তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সারা ফেলেছেন। মোছাঃ মিলন ওরফে কাজলী উপজেলার ৩নং খাজুর ইউনিয়নের নাটুয়াপাড়া (হরিপুর) গ্রামের আব্দুল গফুর ও রোমেয়া বেগমের সন্তান। তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় ছোট বেলা থেকেই তিনি পরিবার ও সমাজের অবহেলা অনাদরে বেড়ে উঠেছেন। এ কারণে তিনি নির্বাচিত হয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান। নির্বাচনে দাঁড়ানোর সিধান্ত নেওয়ার অনেক আগে থেকেই তিনি কল্যাণী মানব সেবা সংস্থা নামে একটি সংগঠন করে অসহায় নির্যাতিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা দিয়ে আসছেন বলে তিনি সাংবাদিকদের জানান। নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করে মোছাঃ মিলন ওরফে কাজলী বলেন, নির্বাচিত হলে তিনি সমাজসেবা পাশাপাশি অসহায় ও নির্যাতিতা মহিলাদের উন্নয়নে কাজ করতে চান।#

আজাদুল ইসলাম, মহাদেবপুর, নওগাঁ