টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদকে হারিয়ে অসাধারণ এই কীর্তি গড়ে দলটি।

এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে আল হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তারা ভেঙে দিয়েছে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড, ২০১৬-১৭ মৌসুমে রেকর্ডটি গড়েছিল তারা।

রেকর্ডটি গড়ার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।

প্রথম লেগে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছিল আল হিলাল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমি-ফাইনাল উঠল দলটি।

চোটের ছোবলে গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পুরো মৌসুমের জন্য হারায় আল হিলাল। তারপরও পর্তুগিজ কোচ জোর্জে জেসুসের হাত ধরে দুর্দান্ত সময় কাটছে দলটির; সৌদি প্রো লিগে ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা।

ঘরোয়া প্রতিযোগিতা কিং কাপেও সেমি-ফাইনালে উঠেছে বিশাল বাজেটের দল আল হিলাল।