সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুই ম্যাচেই জিতে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

মঙ্গলবার নেপালে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে গোল করেন আলপি আক্তার, প্রীতি ও অর্পিতা। ভারতের হয়ে গোলটি করেন আনুশকা কুমারি। বাংলাদেশ গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ওই ম্যাচে হারলেও ফাইনালে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল।

অন্য দিকে দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে ভারত ও স্বাগতিক নেপাল। তারাই আবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী ৭ মার্চ মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল খেলবে ফাইনালে। আসরের ফাইনাল হবে ১০ মার্চ নেপাল ফুটবল স্টেডিয়ামের লালিতপুর স্টেডিয়ামে।