টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবারি ইউনিয়নের চকপাড়া খোরশেদ আলী দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের বিনামূল্য একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয় ।
১ মার্চ, শুক্রবার স্বাস্থ্য ক্যাম্পের উদ্ভোধন করেন দেউলাবারি ইউনিয়েনের চেয়ারম্যান সুজাত আলি খান। এছাড়া স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন শারমিন বানু (নির্বাহী ও পরিচালক, গবেষনা ও উন্নয়ন বিভাগ, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট। পাবলিক রিলেশন অফিসার আশিকুর রহমান স্বাধীন, ডাঃ মোঃ হারুন-অর-রশিদ (কনসালটেন্ট, মেডিসিন, ঢাকা কমিউনিটি মেডিকেল হাসপাতাল, মোঃ সেলিম হোসেন (প্রজেক্ট সুপারভাজার), মোঃ মোস্তাফিজুর রহমান (জুঃপ্রঃকর্মকর্তা) প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন তানভীর দেওয়ান।
সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্বাস্থ্য ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়। মেডিসিন ১০০, গাইনী ৫০, শিশু ৬০ ও অর্থোপেডিক্স ৫৫ মোট রোগীসহ ২৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় । স্বাস্থ্য ক্যাম্পের পাশাপাশি বিনামূল্য ঢাকা কমিউনিটি হাসপালের স্বাস্থ্য কার্ড ও সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।