বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃবিনামূল্যে সরকারি আইনগত সহায়তা সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন পরিষদে জেলা লিগ্যাল এইড অফিস, বাগেরহাট এর গন শুনানী অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকাল এগারটায় ইউনিয়ন পরিষদে আয়োজিত গন শুনানীতে চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম। উক্ত গন শুনানীতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন পরিষদের সচিব জয়দেব কুমার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নকীব সামসুর রহমান। অনুষ্ঠানে ঊপস্থিত ছিলেন
ইউপি সদস্য তানজিলা আকতার,মারুফা বেগম, শিউলী বেগম,ইমাম হোসাইন,শেখ সোহরাব হোসেন,শহিদুল ইসলাম হাওলাদার, শেখ সাঈদুর রহমান, রাসেল শেখ,বারুইপাড়া পুলিশ ক্যাম্পের এ, এস, আই, মোঃ আক্তারুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী শ্যামোল কুমার ঢালী প্রমুখ। গন শুনানীর পূর্বে উপস্থিত জন সাধারণের মধ্যে জেলা লিগ্যাল এইড অফিসের দিক নির্দেশনামুলক লিফলেট বিতরন করা হয়। গনশুনানী শেষে উজলপুর গ্রামের দুপক্ষের দীর্ঘ দিনের জমির সীমানা বিরোধের নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে সার্ভেয়ার কতৃক জমির পরিমাপ সরেজমিনে পরিদর্শন করেন জেলা লিগ্যাল এইডের জজ ইব্রাহিম খলিল মুহিম।