“অবিশ্বাস দ্বিতীয়”
–সৃজনে পম্পা ঘোষ (কোলকাতা)

সেদিন হঠাৎই মাঝরাতে বিশাল ঝড় উঠলো
বিধ্বংসীর মত মর্মমূল নাড়িয়ে দিয়ে গেলো
নগ্ন হল পবিত্র মনের বাঁধন
স্বপ্ন গড়ার আগে স্বপ্ন গেল ভেঙে,
ডাকতে পারিনি মৃত্যুকে
ঝিরি ঝিরি বহন্তি জলে ধান ফুল ঝরে একসময়
আলা হয়ে যাওয়ার মত।
তুমি চাইলে গোপন কক্ষের রাখার একজন,
বড় আবেদনের সুর ছিল তাতে
কিন্তু ঝড়ো হাওয়া বলে গেল।
গোপন প্রেম শুধু অসম্মান টুকু পাই
সেখানে ভালবাসার নেই ঠাঁই।
সুযোগ বুঝেই করা যায় অপমান
ভালোবাসা প্রেম কিছু নয়
লিখুঁত অভিনয়।
সময় কাটানোর অজুহাত মাত্র।