আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন। পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) এই তথ্য নিশ্চিত করেছে।

জিও নিউজ জানিয়েছে, বর্তমান রাষ্ট্রপতি আরিফ আলভির মেয়াদ গত ৮ সেপ্টেম্বর শেষ হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ওই বিষয়ে শনিবার তফসিল ঘোষণা করবে।

ইসিপির একাধিক সূত্র জানিয়েছে, কেন্দ্র ও প্রদেশগুলোতে সরকার গঠনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন হবে। জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পাকিস্তানে বহু নাটকীয়তা শেষে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্যান্য কয়েকটি দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করছে। পিএমএল-এন ও পিপিপি জোটের শরিকদের প্রেসিডেন্ট প্রার্থী হবেন আসিফ আলি জারদারি।

সূত্র : জিও নিউজ