আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের ট্রিপ ২৬টি বাড়বে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, বর্তমানে ট্রেনের ট্রিপ ১৫২টি। এতে যাত্রী সংকুলান না হওয়ায় ট্রেন চলাচলের ট্রিপ ২৬টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ট্রেনের ট্রিপ বাড়ানোর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রেনে ট্রিপ হবে ১৭৮টি। পাশাপাশি ট্রেনের ছাড়ার সময় বা হেডওয়ে ২ মিনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পিকঅ্যাওয়ারে ১০ মিনিট অন্তর এবং অফপিক অ্যাওয়ারে ১২ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাচ্ছে।
তিনি জানান, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে ব্রিফিং করে তা জানিয়ে দেওয়া হবে।