রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দু’জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নবীর হোসেন (৫০) ও মো: হাফিজ (৫০)।

জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অপর ‍দু’জন সদর জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা গেছে।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ আহমেদ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া একটি লরি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে অপর একটি সিএনজিকে চাপা দেয়। এতে লরি ও সিএনজি পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়।