আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা রক্ত পিপাসু হয়ে উঠছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দানবীয় রক্ত পিপাসু হয়ে উঠছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। তারা আমাদের নেতাকর্মীদের হামলা চালাচ্ছে, বাড়ি, দোকান, জায়গা দখলে উঠে পড়ে লেগেছে। ধরে নিয়ে গিয়ে নির্যাতন করছে সন্ত্রাসীরা।

তিনি বলেন, গ্যাস সঙ্কটে সার কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গের চারটি জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। চারদিকে শুধু হাকাকার।

অস্ট্রেলিয়াসহ বিশ্বের গণতান্ত্রিক সংস্থাগুলো ৭ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছে বলে জানান বিএনপির এই মুখপাত্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম তেনজিং, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।