দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩২৫ সেনাকে হতাহত করেছে বলে দাবি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ান সশস্ত্র বাহিনী দোনেৎস্কের চারপাশে ইউক্রেনীয় সেনাদের পাঁচটি এবং কুপিয়ানস্ক এলাকায় চারটি হামলা প্রতিহত করেছে।

এদিন ইউক্রেনের ৩২৫ জন সেনা হতাহত হয়েছে। এছাড়া ইউক্রেনের একটি ট্যাঙ্ক, চারটি সাঁজোয়া যান এবং ২৫টি যুদ্ধযান ধ্বংস করেছে রাশিয়া।

এছাড়াও ক্রাসনি লিমানে ৩১০ জন , দক্ষিণ দোনেৎস্কে ২৫০ জন, কুপিয়ানস্কের চারপাশে ১৮০ জন ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া।