চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত ওই এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মানুষজন আতঙ্কে আছেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, ২০২৩ সালের এপ্রিলে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মো. আলমকে দিনের বেলায় প্রকাশ্য হত্যা করা হয়। এর কিছুদিন পর দুরুল নামের আরেকজনকে হত্যা করা হয়। দুটি পক্ষের দ্বন্দ্বে এর আগেও এলাকায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় মাঝেমধ্যেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা নিজেদের অস্তিত্ব জানান দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষের লোকজন এর সঙ্গে জড়িত। ৪০-৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। আরো একটি দল পাঠানো হচ্ছে।