ইরাকের রাজধানী বাগদাদে বুধবারের এক মার্কিন ড্রোন হামলায় ইরানপন্থী দুই কমান্ডার নিহত হয়েছে। তাদের বহনকারী একটি গাড়িতে ড্রোন আঘাত হানলে তারা নিহত হন বলে নিরাপত্তা সূত্রে জানা গেছে। তাদের একজন জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার সাথে জড়িত ছিলেন বলে মার্কিন সূত্র জানিয়েছে।
নিহত দুজনের একজন হলেন কাতায়েব হিজবুল্লাহ গ্রুপের কমান্ডার। ইরানপন্থী এই ইরাকি গ্রুপের এ সদস্য সিরিয়ায় তাদের সামরিক বিষয়াদির দেখভালের দায়িত্বে ছিলেন বলে সূত্রটি জানিয়েছে।
সূত্রটি ওই কমান্ডারের নাম বলেছে আবু বকর আল-সাদি।
নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে, নিহত ওই দুই সদস্য অতীতে ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলার সাথেও জড়িত ছিলেন।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সাথে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে। তারা এই হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে। জর্ডানে মার্কিন সৈন্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হামলা হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে।
সূত্র : আরব নিউজ