ইসরাইলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার যেকোনো পদক্ষেপে তার সমর্থন রয়েছে বলে জানিয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘নেতানিয়াহুকে উৎখাতে যেকোনো প্রচেষ্টায় ইয়েশ আটিদ পার্টি তার ২৪ জন সদস্যের ভোট দেবে।’

ইসরাইলি পার্লামেন্টের ১২০ আসনের নেসেটে লাপিদের ইয়েশ আটিদ পার্টির ২৪ সদস্য রয়েছে।

এর আগে, গণমাধ্যমে বলা হয়েছিল যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং যুদ্ধবিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টজ নেতানিয়াহুকে অপসারণের প্রচেষ্টায় লিকুদ পার্টির সদস্যদের তালিকাভুক্ত করার চেষ্টা করেছিলেন।

ইসরাইলি আর্মি রেডিও অনুসারে, গ্যান্টজের পক্ষ থেকে দূতরা নেতানিয়াহুর লিকুদ পার্টির কর্মকর্তা এবং আইন প্রণেতাদের একটি নতুন সরকারে স্থান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেন তাকে প্রতিস্থাপনের জন্য একটি অনাস্থা ভোট সম্পূর্ণ করা যায়।

সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি বলছে, নেতানিয়াহুর নিজের দলের বিভিন্ন আইন প্রণেতাদের গ্যান্টজের কাছে দাবি না করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার জন্য প্রার্থী হিসেবে পরামর্শ দেয়া হয়েছিল।

তবে গ্যান্টজ প্রতিবেদনে মন্তব্য করতে অস্বীকার করেন।

গাজা উপত্যকায় সঙ্ঘাতের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে নেতানিয়াহুকে পদত্যাগ করার জন্য ইসরাইলে আহ্বান বেড়েছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইল গাজায় একটি ভয়াবহ আক্রমণ শুরু করে, এ পর্যন্ত অন্তত ২৭ হাজার ৪৭৮ ফিলিস্তিনি নিহত এবং ৬৬ হাজার ৮৩৫ জন আহত হয়েছে। এছাড়া হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর