চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত ২টা ৪ মিনিটের দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে এ আগুন লাগার ঘটনা ঘটে।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন।
জানা গেছে, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর সাড়ে চারটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পরিত্যক্ত কেমিক্যাল কমপ্লেক্স অগ্নিকাণ্ড ঘটেছে। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিত্যক্ত ভবনে পড়ে থাকা বস্তা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।