ঘুষের ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার হওয়া সহকারী কর কমিশনার অভিজিৎ কুমারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর তাকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকে দীর্ঘদিন সাময়িক বরখাস্ত ছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয় থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে দুর্নীতির অভিযোগে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনায় ২০২১ সালের ১৯ আগস্ট অভিজিৎ কুমার দে’র বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিল।