দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার (১৪ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রথম দিনের অফিস শুরু করেছেন। তাদের শুভেচ্ছা জানাতে আসছেন মন্ত্রণালয়, বিভাগ, বিভিন্ন দফতর, অধিদফতরের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে একে-একে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করছেন। তাদের শুভেচ্ছা জানাতে গাড়ি নিয়ে আসছেন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে অতিরিক্ত গাড়ি ঢোকার কারণে জটের সৃষ্টি হয়েছে। এ জট প্রবেশ ফটক ছাড়িয়ে আব্দুল গণি রোড পর্যন্ত গড়িয়েছে। গাড়ির চাপে সচিবালয়ে ‘তিল ঠাঁই আর নাহিরে’ অবস্থা তৈরি হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী; অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন; কৃষিমন্ত্রী আবদুস শহীদ, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ বেশ কয়েকজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রোববার সকালে নিজ নিজ দফতরে আসেন।

আগে থেকেই অপেক্ষমাণ কর্মকর্তারা নতুন মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। অভ্যর্থনাকারীদের পদচারণায় সচিবালয়ের পার্কিং এলাকা সরগরম হয়ে ওঠে।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে দায়িত্ব পালনের শপথ নেন।

এরপর শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে নতুন মন্ত্রীদের জন্য রোববারই প্রথম কার্যদিবস।

সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা শুক্রবার গোপালগঞ্জে গেছেন, তাদের অনেকে এখনো ঢাকায় ফেরেননি। ফলে নতুন মন্ত্রীদের কেউ কেউ সোমবার প্রথম অফিস করবেন।