শীতে কাঁপছে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলাগুলো।ঘন কূয়াশায় ঢেকে আছে আছে রাস্তাঘাট, মাঠ। কূয়াশার কারনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শিশু ও বয়স্ক মানুষের যুবুথুবু হয়ে পড়েছে শীতে। আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে।
দরিদ্র নারী-পুরুষেরা বেশি কষ্টে আছে গরম কাপড়ের অভাবে।গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলায় কূয়াশা একটু কম হলেও সন্ধা থেকে আবার শুরু হচ্ছে। খেটে খাওয়া মানুষগুলো শীতের প্রকোপে কাঁপতে কাঁপরতে ছুটছে কাজের সন্ধানে।
ঘন কূয়াশার কারণে যানবাহনগুলো লাইট জ্বালিয়ে রাস্তায় চলছে। নৌযানগুলো নির্ধারিত সময়ে যাতায়াত করছে না।