উচ্চসরে চিৎকার করে তারা
নেই কোনো ভয় তাদের
মনে হয় যেন বিশ্ব করেছে জয়
ঠেকাবে কে ওদের
পথে মাঠে নির্যাতন ওদের
মারতে আসে তেরে
ভয়ে ভয়ে পথ যে চলি
পারব কি ওদের সাথে ওঠতে বেড়ে
সমাজে ওদের মর্যাদা ভাড়ি
টাকার গরম বেশি
চিনে না কেউ যে মোদের
যেন মোরা ভিনদেশি
মোদের দ্বারা করায় ওরা
ওদের সকল কাজ
তবুও নেই মর্যাদা মোদের
কারণ ইহা ওদের ভদ্র সমাজ।