আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনসভায় যোগ দিতে শুক্রবার বরিশাল থেকে সড়কপথে গোপালগঞ্জ এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ছোটবোন শেখ রেহানাও তার সঙ্গী হয়েছেন। কিছুক্ষণ পরই নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া এলাকার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইতোমধ্যেই জনতার ঢল নেমেছে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে।
এদিকে ২০০১ সালের পর নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরফলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে সড়ক থেকে জনসভার মাঠ, সবখানেই সাজ সাজ রব। ব্যানার, পোস্টার আর তোরণে ছেঁয়ে গেছে চারদিক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত টুঙ্গিপাড়া। সবার হাতে লাল সবুজ পতাকা। ৭ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনাকে আবারো বিপুল ভোটে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এদিকে টুঙ্গিপাড়ায় জনসভা শেষে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুনরূপে সেজেছে পুরো শহর। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রসঙ্গত. এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনিতে বইছে উৎসবের আমেজ। উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর অপেক্ষায় রয়েছেন তারা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি লক্ষাধিক লোকের সমাগম হবে।