ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বন্দীদের দেশে ফিরিয়ে আনতে ‘আরো সময়’ প্রয়োজন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী আইন প্রণেতাদের উদ্দেশে বক্তৃতার সময় বলেছেন যে- ‘সামরিক চাপ ছাড়া’ গাজায় আটক অবশিষ্ট বন্দীদের মুক্ত করতে ইসরাইল সফল হবে না।

এদিকে বন্দীদের দেশে ফিরিয়ে আনতে বিলম্বের কারণে তাদের পরিবার স্লোগান-বিক্ষোভ করেই যাচ্ছে।

বন্দীদের পরিবার তাদের দেশে ফিরিয়ে আনতে নেতানিয়াহুর উপর চাপ অব্যাহত রেখেছে।

ইসরাইলি মিডিয়া জানিয়েছে যে- ‘এটি যদি আপনার ভাই হতো?’ ‘যদি এটা তোমার বাবা হতো? এমন প্লাকার্ড হাতে নিয়ে বন্দীদের পরিবার স্লোাগান দিয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের ইসরাইলি ভূখণ্ডে নজিরবিহীন হামলায় অনেক ইসরাইলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২ শ’র বেশি ইসরাইলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরাইলি কিবুতজ বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।

হামাস তাদের এমন হামলাকে জেরুসালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলি হামলায় ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরো অন্তত ৫৩ হাজার।
সূত্র : আল-জাজিরা