ঢাকার ভাটারায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির মামলায় সিআইডিতে কর্মরত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক রেজাউল করিম (৩৯), কনস্টেবল আবু সাঈদ (৩২) ও তাদের সহযোগী ও সোর্স মো. ইমন (২১), মো. আব্দুল্লাহ আল ফাহিম (২১) এবং মো. শরীফ হোসেন (২৬)।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর ভাটারার আবু সাঈদ নামে এক ব্যক্তিকে তুলে নেয় গ্রেপ্তারকৃতরা। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে সাঈদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ ২০ হাজার টাকা তুলে নিয়ে তাকে ছেড়ে দেয় আসামিরা। এ ঘটনায় মামলা হলে তদন্ত শুরু করে ডিবি। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর ফাহিম ও ইমনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার সিআইডির উপপরিদর্শক ও কনস্টেবলসহ অপর ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এর আগে ইমন ঘটনার কথা স্বীকার করে জড়িতদের নাম জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।