প্রাক্তন স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে গেলো নাটোরের লালপুরে রিমা খাতুন ও তার ভাতিজির শরীর-মুখোমন্ডল ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধু মো: রিমা খাতুন উপজেলার দুড়দুড়িয়ায় নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে ও মাইমুনা তার চাচাতো ভাই লালনের মেয়ে। অভিযুক্ত মোহাম্মদ জিয়া (২৫) পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
ওসি জানান, মাদক মামলায় জিয়ার জেল হয় গত চার মাস আগে। এর তাকে তালাক দেন স্ত্রী রিমা খাতুন। পরে জামিনে বের হয়ে মঙ্গলবার রাতে রিমার সঙ্গে দেখা করতে গিয়ে মুখে অ্যাসিড নিক্ষেপ করে ঘাতক জিয়া। এ সময় রিমার পাশে দাঁড়িয়ে থাকা চার বছরের শিশু মাইমুনার শরীরের কিছু অংশও এসিডে ঝলসে যায়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান জিয়া। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওসি জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছে। একটু সুস্থ হলে জবানবন্দি রেকর্ড করে মামলা রুজু করা হবে। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।