গাজীপুরে রেললাইনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এক কর্মকর্তা। তিনি জানান, এ বিষয়ে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় বুধবার ভোর ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।
এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমাস্টারসহ ৫ জন গুরুতর আহত হন। এ ছাড়া ওই ঘটনায় কমবেশি আহত হন অর্ধশতাধিক যাত্রী।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার মামলা হয়। রেলওয়ে কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগ এনে কমলাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা করেন।
এ ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি করা হয়েছে।