মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬জন ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট বাজার, জোরারগঞ্জ বাজার, চিনকী আস্তানা রেলওয়ে স্টেশন ও রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের এই মানবিক কাজে নিয়োজিত ছিলেন রক্তিম পরিবারের সহ-সভাপতি রাজিব দাশ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান, প্রচার সম্পাদক মেহেদী হাছান, সদস্য জাহেদুল ইসলাম ও তাছিন চৌধুরী।
রক্তিম পরিবারের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন জানান, ২০১৭ সালের ২৫ আগষ্ট মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট থেকে গঠিত কমিটির ৩৫ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন সাংগঠনিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩৫ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত সংগঠন রক্তদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, হেফজ মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ, ক্যান্সার রুগীর আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনে ৬৬ জন সদস্য এবং ফেসবুক গ্রুপে প্রায় ২৩০০ সদস্য রয়েছে।
আকতার হোসেন