উত্তরবঙ্গে শীত জেঁকে বসতে শুরু করেছে। আজ ১১ ডিসেম্বর সোমবার নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি মৌসুমে এখন পর্যন্ত  দেশের সর্বনিম্ন তাপমাত্রা। নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

বিকেল থেকে শুরু হয় হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে রাতভর কুয়াশার পানি ঝড়ে। সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে এই জনপদ। এতে করে দিনের বেলায়ও যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।  বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমলেও বিকেল গড়াতেই না গড়তেই আবারও শীত কাঁপন দেখা দেয়।

শীতের কারণে মানুষের ভোগান্তি বেড়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। হঠ্যাৎ  করে তাপমাত্রা কমে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। গবাদি পশু দরিদ্র মানুষ বেশি বিপাকে পড়েছে।

বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে ধারণা করা করছে সংশ্লিষ্টরা।