পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে ৫ বারের সংসদ সদস্য, ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু’র পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছেন।

দ্বাদশ নির্বাচনে নির্বাচন কমিশন বরাবর দাখিলকৃত হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার পেশা ‘আর্থিক পরামর্শকদাতা’। এই পেশা থেকেই সম্ভাব্য আয় তার। তবে কত টাকা আয় করেন তিনি সে ব্যাপারে কোন সুস্পষ্ট তথ্য বিবরণী দাখিল করেননি। এমন কি স্ত্রী বা সন্তানদের নামে নেই কোন সম্পদ এই তথ্য বিবরণীতে।

স্থাবর সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, বন্টন শেষে তথ্য উপস্থাপন করা হবে। আর অস্থাবর সম্পদ বিবরণীতে তিনি লিপিবন্ধ করেছেন, ৪৫ লাখ টাকা মূল্যের ৪৭ ভরি স্বর্ণ রয়েছে। নগদ টাকা রয়েছে ৮৬ লাখ ২৩ হাজার ১৫৯ টাকা। আর ব্যাংকে জমানো আছে ২২ লাখ ৫৪ হাজার ৭৭ টাকা।

যুক্তরাজ্যে পড়াশোনা, ব্যবসা ও সেখানেই পরিবারসহ বসবাস করতেন তিনি এমন তথ্য নিশ্চিত করেছে পরিবারের পক্ষ থেকে। স্থানীয় দলীয় নেতাকর্মিদের দাবী, কপাল গুনে সম্প্রতি তিনি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পদ পেলেন। কিছুদিন যেতে না যেতেই প্রয়াত পিতার দীর্ঘদিনের লালিত সংগঠনের নৌকা প্রতীক নিয়েও বাবার আসনে নির্বাচন করছেন। পিতার সুযোগ্য সন্তান বলেই পিতার অসমাপ্ত কাজ হয়তো তার হাত দিয়েই সমাপ্ত হবে এমন দাবী তাদের।