হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে(ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। আজ শনিবার রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি সূত্র জানায়, গুলশানের বাসা থেকে আটক করে আদম তমিজিকে মিন্টো রোডে ডিবি নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত সেপ্টেম্বরে বিদেশ থেকে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজি হক। পরে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। গত ১৩ নভেম্বর দেশে ফেরেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত এই নাগরিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আদম তমিজির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত ১৬ নভেম্বর রাতে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। মধ্যরাত পর্যন্ত অভিযান চললেও তাকে আটক করা হয়নি।

দাড়ি-গোঁফ কেটে নিজেকে ইহুদি দাবি করে গত ১৭ নভেম্বর ফেসবুক লাইভে এসে আদম তমিজি হক বলেন, ‘আমার মা আধা পোলিশ। আমি জন্মসূত্রে ইহুদি। আমি নিজেকে ইহুদি ধর্মাবলম্বী হিসেবে দাবি করতে চাইছি। একই সঙ্গে ইসরায়েলি নাগরিকত্ব দাবি করতে চাইছি।’

আদম তমিজি আরও বলেন, ‘আমি ইসরায়েলের কাছে অভিযোগ জানাতে চাই। আমি বর্তমানে বাংলাদেশে। গত তিন দিন ধরে আমার বাসার পানি ও বিদ্যুতের লাইন বন্ধ করে রাখা হয়েছে। ঘরে খাবারও নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার।’