জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা ২ আসনের (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন) বিএনএম এর সংসদ সদস্য প্রার্থী সংগীত শিল্পী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন। ডলি সায়ন্তনী বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে নির্বাচন কমিশনে আপিল করে আসলাম। আশা করি মনোনয়ন ফিরে পাবো।
সবার দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু.আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।