গাজীপুরে লরির ধাক্কায় টহল পুলিশের পিকআপভ্যান উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই ও অপর এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার মহানগরীর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বিতান বড়–য়া (৪১)। তিনি কক্সবাজারের রামু থানার পশ্চিম মেরুলোয়া এলাকার দীন মোহন বড়–য়ার ছেলে। আহতরা হলেন এসআই মোসাব্বির (৩৮) ও কনস্টেবল আক্কাস উদ্দিন (৩৬)। আহতদের মধ্যে আক্কাস উদ্দিন পুলিশের পিকআপভ্যানের চালক। তারা সবাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় কর্মরত রয়েছেন।

জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে একটি পিকআপভ্যান নিয়ে টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন সদর থানার এসআই মোসাব্বির, কনস্টেবল বিতান বড়–য়া ও কনস্টেবল আক্কাস উদ্দিন। শনিবার ভোর পৌণে ৪টার দিকে তারা সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি লরি পুলিশ বহনকারী পিকআপকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পুলিশের পিকআপভ্যানটি উল্টে যায়। এঘটনায় পিকআপ ভ্যানের পেছনের আরোহী বিতান বড়–য়া ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় এসআই মোসাব্বির ও কনস্টেবল আক্কাস উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে এ ঘটনায় ঘাতক লরি ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।