হরতাল শেষ হওয়ার পর নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে পরবর্তী ৪৮ ঘণ্টা এই কর্মসূচি পালিত হবে। গতকাল সোমবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। এ ছাড়া যুগপৎ আন্দোলনে থাকা সমমনা বেশ কয়েকটি দলের তরফ থেকেও একই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশের জনগণকে এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব নেতাকর্মীকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছেন।’
সরকার পদত্যাগের এক দফা ও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত রবিবার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়। আজ মঙ্গলবার ভোর ৬টায় তা শেষ হয়েছে।
এদিকে, বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ (নুর), বাংলাদেশ গণঅধিকার পরিষদ (রেজা). গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ লেবার পার্টি। যুগপৎ আন্দোলনের বাইরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চলমান আন্দোলনকে সমর্থন করে রাজপথে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
এ ছাড়া আগামীকাল বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’