পাবনার মাছরাঙ্গা পড়িবহন বাসের সুপারভাইজারের সাথে ভাড়া টাকা নিয়ে কথা কাটাকাটির যাত্রীর এক পর্যায় ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত ও একজনকে আটক করছে। সোমবার ( ২০ নভেম্বর ) দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজার ও যাত্রীদের সাথে এই ঘটনা ঘটে।
নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) পাবনা সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে ।
নিহত পরিবার জানান, ঢাকা গাবতলী থেকে বাস যাত্রী সাথে সুপারভাইজার ও হেলপারের সাথে কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে সেই যাত্রীর লোকজন এসে গাড়ির ডাইভার ও সুপারভাইজার সাথে হাতাহিত শুর করে। এ সময় হেলপারকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেয়ে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।
ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন সুমন (৪০) কে আটর করেছে পুলিশ। সে সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে ।
সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িত এক জনকে আটক করা হয়েছে ।