ঝিকরগাছা একটি রেললাইন থেকে গদখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সৈয়দপাড়া এলাকার রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, শাহাজাহান আলী ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি গ্রামের বাসিন্দা। প্রতিদিনের মতো গতকাল ভোরে হাঁটতে বের হন। বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। সৈয়দপাড়া গ্রামে পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস কমিউনিটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
রেলওয়ে পুলিশের বেনাপোল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রশিদ জানান, এ ঘটনায় রেলওয়ে খুলনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলীর ইটের ভাটা আছে। ব্যবসায় দেনার দায়ে তিনি বিপর্যস্ত ছিলেন। কয়েক মাস থেকে তিনি শারীরিক ও মানসিকভাবেও অসুস্থ ছিলেন। সকালে অন্যমনস্ক হয়ে রেলপথ ধরে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটেছে।