সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবাহিনী প্রধান এবং বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‌্যাব।

রোববার সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দফতরে আনা হয়েছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।