গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শ্রমিকরা। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে গাড়িতে আগুন দেয় এবং আশপাশের মার্কেট ও কারখানা ভাঙচুর করেন।
সরেজমিন জানা গেছে, দলবেঁধে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে।
একপর্যায়ে শ্রমিকরা দুপুর ১২টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। ওই শ্রমিকরা সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে দেন। এ সময় সড়কের আশপাশে লোকজনকে ছোটাছুটি করতে দেখা গেছে। বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করতে থাকেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি মার্কেট ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। সেখান থেকে তারা ওই এলাকার একটি টেক্সটাইল কারখানার গেটে ভাঙচুর করেন।
পুলিশ বুঝিয়ে মহাসড়ক ছেড়ে দিতে বললে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়কে চলাচলরত ১০-১২টি যানবাহনে ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা হামলা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া তাদের হামলায় কারখানার শ্রমিক পথচারী, বাসযাত্রীসহ অর্ধশত লোক আহত হন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদত হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকরা সড়কে প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। সড়কে বর্তমানে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ রয়েছে। শ্রমিকরা আপাতত সড়কে নেই। যান চলাচল শুরু হয়েছে। পরিবেশ শান্ত।