বাংলাদেশে নিযুক্ত কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার ডেবরা বয়সি-র নেতৃত্বে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির একটি প্রতিনিধিদল রবিবার গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি ব্রি’র সদর দপ্তরের পৌঁছলে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর তাদের স্বাগত জানান।

পরে ব্রি’র প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রতিনিধি দলের সঙ্গে ব্রি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তারা মত বিনিময় সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সভায় ব্রি’র অর্জন ও অগ্রগতিসম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এ ছাড়া সভায় ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো.আব্দুল লতিফ, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, সফররত প্রতিনিধি দলের সদস্য কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কামালুদ্দিন আহমেদ, জিআইএফএস এর বাংলাদেশ প্রতিনিধি ড. শ্রীকান্ত আত্তালুরি, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার হাসান পারভেজ আহমেদ উপস্থিতত ছিলেন। পরে প্রতিনিধি দলটি ব্রির কেন্দ্রিয় গবেষণাগার, জিন ব্যাংক পরিদর্শন করেন।