পিরোজপুরের কাউখালী উপজেলায় বাংলাদেশী বংশোভুত এক মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক শহিদ সেলিমের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সয়না রঘুনাথপুর ইউনিয়নের পোলেরহাট বাজার এলাকায়। অভিযোগ আছে, উপজেলার ১ং সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। নজরুল তালুকদার ১০/১৫ জন লোক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক শহিদ সেলিমের পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে জোর করে জমিতে প্রবেশ করে এবং বাগান থেকে নারিকেল সুপারী কলা লুট করে। জমি জবরদখলের সময় শহিদ সেলিমের দোকানের ভাড়াটিয়াদের ওপর হামলা চালানো হয় বলে দাবি ওই বাজারের ব্যবসায়ীদের। এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রতিরোধ করলে, নজরুল তাদের ভয় দেখান এবং বলেন এই জমি তার। তোরা বেশী বাড়াবাড়ি করলে পরিনতি ভালো হবেনা বলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী শহিদ সেলিম অভিযোগ করে বলেন, বাপ-দাদার আমল থেকে ওই জমি খতিয়ান নং ৩৭০ যার ১৬ আনাই আমার দাদা মৃত তৈয়ব আলি, পিতা মৃত আব্দুল হাওলাদারের নামে রেকর্ড এবং আমাদের ভোগ দখলে। জমি থেকে উচ্ছেদ করতে জোরপূর্বক পেশী শক্তি খাটিয়ে নজরুল ইসলাম তালুকদার ও সুমন হাওলাদারসহ তার লোকজন ঢাল সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাগানে নারিকেল সুপারী কলা লুট করে নিয়ে যায়।

শহিদ সেলিম আরো বলেন যে, তিনি আমেরিকার নাগরিক এবং সেখানে বসবাসের কারনে বাংলাদেশে আসা যাওয়া কম। এই সুযোগে নজরুল ইসলাম তালুকদার আমার জমি দখল করে। শহিদ সেলিম আরও জানান তার বংশধরেরা কেউ নজরুলের কাছে জমি বিক্রি করে নাই। কিসের ভিত্তিতে সে আমার সম্পত্তি দখল করতে চায় আমি জানিনা।

পোলেরহাট বাজারের ব্যবসায়ী রফিক, কিবরিয়া,কুদ্দুস, জলিল, মিল্লাত জানান কিছুদিন আগে সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে মো: শহিদ সেলিম ,পিতাঃ মৃত সেলিম হাওলাদার গ্রামঃ বেতকা, থানাঃ কাউখালি, জেলাঃ পিরোজপুর, তার জায়গা জবর দখলের চেষ্টা চালায়। তারা নারিকেল কলা সুপারী গাছ থেকে নামিয়ে নেয়। নজরুল ইসলাম তালুকদার তাদের জানায় সে এই জমি কিনেছে, এখন থেকে সে এই জমির ভোগদখল করবে।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম তালুকদারকে জমি দখলের বিষয়ে জানালে তিনি বলেন জমির মালিক শহিদ সেলিমরাই,তারা ভোগদখল করছে দীর্ঘদিন। তাঁদের এক ওয়ারিশের জমি তিন হাত বদলের পর তিনি এই জমি কিনেছেন। জমির দলিল ও রেকর্ড আমার নামে হয়েছে।