রাশিয়ার সেনাবাহিনীতে এ বছর আরও ২ লাখ ৮০ হাজার সদস্যকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলেও রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

পুতিনের ঘনিষ্ঠ এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, রুশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরই তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ জানুয়ারি থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার নাগরিককে সশস্ত্র বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ বাহিনী যখন ধুঁকছে তখন বিষয়টি সামনে আনলেন মেদভেদেভে।

এদিকে ওডেসা অঞ্চলে হামলা চালাতে আসা ২২টি রুশ ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন। ভূপাতিত সব ড্রোনই ইরানের তৈরি শাহেদ ড্রোন বলে জানা গেছে।

ইউক্রেনের বিমানবাহিনী রোববার ভোরে বলেছে, দক্ষিণ ওডেসা অঞ্চলে গত রাতে হামলাকালে তারা রাশিয়ার ২২টি ড্রোন ধ্বংস করেছে।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ইরানের তৈরি মোট ২৫টি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায়। এর মধ্যে ২২টি ড্রোন ইউক্রেন ধ্বংস করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য অংশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এসব ড্রোন ধ্বংস করে বিমানবাহিনী।