প্রধান কোচকে বিশ্রাম দেয়ার কথা আগেই জানিয়েছিল ক্রিকেট নিউজিল্যান্ড, এবার জানা গেল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেও বিশ্রাম দিয়েছে তারা। অর্থাৎ বাংলাদেশ সফরে পূর্ণশক্তির নিউজিল্যান্ড দল আসছে না। দ্বিতীয় সারির দলের সাথে নতুন ওয়ানডে অধিনায়কও বেছে নিয়েছে তারা।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৫ সদস্যের ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে লকি ফার্গুসনকে। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেবেন ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলার।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কারণে অনেক দিন নেই ক্রিকেটে। সহ অধিনায়ক টম লাথামও আছেন চোটে। তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন টিম সাউদি। তবে বাংলাদেশ সফরে আসছেন না তিনিও, আসবেন না ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনাররা, জিমি নিশাম ও মার্ক চ্যাপম্যানও।

প্রধান কোচ গ্যারি স্টিড এই সফরে থাকছেন না, সেটাও আগেই জানানো হয়েছিল। তার জায়গায় দলের পরিকল্পনা সামলাবেন ব্যাটিং কোচ লুক রঞ্চি। তাছাড়া শেন জার্গেনসেন বোলিং কোচ এবং ইয়ান বেল থাকছেব ব্যাটিং কোচ হিসেবে।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসবে কিউইরা। তিনটি ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই দিবারাত্রির, শুরু হবে বেলা ২টা থেকে। মিরপুরেই হবে সবগুলো ম্যাচ, খেলা হবে হবে দিবারাত্রিতে।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড- লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডিন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।